পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাতের অন্ধকারে তড়িঘড়ি করে কাজ করার ফলে এমনটা ঘটেছে। তবে কালভার্টের ভেঙে পড়া সবকিছু পুনরায় ঢালাই করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ও সেন্টার বাজারে মধ্যে যোগাযোগের জন্য সতীরাম খালের উপর ২০২৫ সালের ২ রা এপ্রিল কালভার্ট নির্মাণকাজ শুরু করে এলজিইডি। ২০২৬ সালের ৩০ মার্চ মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। গত ৫ জানুয়ারি সকালে শুরু হয় ৩/৩ মিটার দৈর্ঘ্যরে এ কালভার্টটির পাটাতন ঢালাইয়ের কাজ। কাজ করার সময় ওইদিন সন্ধ্যায় সেন্টারিং সরে মাঝখানে দেবে ধসে পড়ে কালভার্টটি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মজিবর গাজী ও শামিম গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্টটি তৈরি করায় এটি ভেঙে পড়েছে। কাজের শুরু থেকেই নানা অনিয়ম হচ্ছে। কাজ চলাকালে তদারকির অনেক অভাব ছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন ট্রেডার্সের মালিক মো. রফিকুল ইসলাম বলেন, আমার দেখা চোখে আমি অনিয়ম করিনাই ইঞ্জিনিয়ার অফিসের লোকজন তাদের ইস্টিমিট রুলর্স অনুযায়ীই তারা কাজ করায় আমিতো অনিয়ম দেখি না এখানে শুরু থেকে যতো কাজর প্রতিটি ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ার দাড়িয়ে থেকে কাজ করিয়েছে আমি ছিলাম না মেসতরি কাজ করিয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাস্থালে যাচ্ছেন। তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে ভুল হতেই পারে, তবে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়সারা বক্তব্য দিয়েছেন উপজেলা প্রকৌশলী।