জাপানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালের এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা না হলেও বেশ কয়েকজন আহত ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জাপানের পশ্চিমাঞ্চলের চুগকো অঞ্চলে এই ভূমিকম্প অনূভুত হয়। স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কিছুক্ষণ পরই ৫ দশমিক ১ মাত্রার আরেকটি বড় ভূমিকম্পে কেঁপে ওঠে আক্রান্ত অঞ্চল। এরপর বেশ কয়েকবার ছোট ছোট আফটারশক হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো শিমানে প্রিফেকচার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প আঘাত হানলেও সুনামির কোনো শঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন ৫ মাত্রার ওপরের বেশ কয়েকবার ভূমিকম্প হতে পারে। বিশেষ সামনের দুই থেকে তিনদিন বেশি ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে।