ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর ইনসাফ’কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এসে শাহবাগ চত্বরে এসে জড়ো হতে থাকেন তারা।
এসময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।