আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই ছয় প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে প্রার্থীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে একটি আধুনিক, উন্নত ও মানবিক সিরাজগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জেলায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের তালিকা নিম্নরূপ—
৬২ নং আসন (সিরাজগঞ্জ-১): আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম
৬৩ নং আসন (সিরাজগঞ্জ-২): মোহাম্মদ জাহিদুল ইসলাম
৬৪ নং আসন (সিরাজগঞ্জ-৩): প্রফেসর ডক্টর মাওলানা মোঃ আব্দুল সামাদ
৬৫ নং আসন (সিরাজগঞ্জ-৪): মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান
৬৬ নং আসন (সিরাজগঞ্জ-৫): আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোঃ আলী আলম
৬৭ নং আসন (সিরাজগঞ্জ-৬): অধ্যাপক মিজানুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন সরকার পরিচালিত হলেও দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ থেকে কোনো দলই পুরোপুরি মুক্ত থাকতে পারেনি। অতীতের শাসনব্যবস্থার অভিজ্ঞতা পর্যালোচনা করে জনগণ এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে বলেও দাবি দলটির।
দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী ন্যায়, সততা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তারা মনে করেন, একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীই হতে পারে কার্যকর বিকল্প।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সিরাজগঞ্জজুড়ে নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে উঠেছে। সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে।