বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার (০২ জানুয়ারি ) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড.তোজাম্মেল হোসেন, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ ও সদস্য রাফিজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এম এম সুইট, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও প্রচার সম্পাদক আবসার নবী হামজাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।