বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, সাত দিনের শোক পালনের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। যেখানে গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমবেদনা জানাতে পারবেন।