রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনসাধারণ।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহির নেতৃত্বে কুষ্টিয়ার জনসাধারণ এর ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন। সেখানে বসে তারা অবস্থান নেন । এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন,ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে দুই ঘন্টাব্যাপি বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহি বলেন, ওসমান হাদি ওই ব্যাক্তি যে রাজনৈতিক ও রাজনৈতিকের উর্ধে।ওসমান হাদি ভাই হচ্ছে আমাদের না বলা কথাগুলো বলতো। আমাদের দরকার বাক স্বাধীনতা, যারা অন্যায় করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধেও কথা বলবে। এটাই ছিলো হাদি ভাইয়ের কথা। আমরা চাই হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে কঠিন বিচার করা হোক।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি কুষ্টিয়া জেলা সদস্য মো নাজমুল হুসাইন মিরাজ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান, যুবশক্তি সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, যুবশক্তি যুগ্ম আহবায়ক নিবির আলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক স্রেষ্ঠ, সদস্য রানাসহ ২৪ এর বসোনো বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাপশন : কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচির ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com