রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি জানান, সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে এই ফোনগুলো উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল শুধু অপরাধ দমন নয়, বরং জনগণের সম্পদ পুনরুদ্ধারেও নিরলস কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রমের উল্লেখযোগ্য দিকগুলো হলো: হস্তান্তর ৫০টি উদ্ধারকৃত মোবাইল। এ পর্যন্ত ৫৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।
অন্যান্য সেবা: সাইবার অপরাধ প্রতিরোধ ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে কাজ করছে এই সেল। মানুষের হারানো জিনিস ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত তৃপ্তির। সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রতিনিয়ত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে। মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (পুলিশ সুপার, রাঙ্গামাটি) হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা।
তারা জানান, ফোনগুলো ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। দ্রুততম সময়ে ফোন উদ্ধারের জন্য তারা পুলিশ সুপারসহ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সকল সদস্যবৃন্দ।